যে সকল সহকারী শিক্ষক অন্য উপজেলা হতে বদলী হয়ে বান্দরবান সদর উপজেলায় যোগদান করেছেন তাদের ‘‘ অন্য উপজেলায় নিয়োগপ্রাপ্ত কিনা? ‘’
কলামে হ্যাঁ আছে কিনা নিশ্চিত করবেন। ‘‘না’’ থাকলে অত্রাফিসকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পরবর্তীতে এ সংক্রান্ত (পদোন্নতির ক্ষেত্রে) কোন জটিলতা সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
[ তথ্য ছকে প্রশিক্ষণ গ্রহণের সাল হচ্ছে প্রশিক্ষণ পাসের সালকে বোঝানো হয়েছে ]