Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক:শিক্ষার্থী এবং শিক্ষার্থী:শ্রেণিকক্ষের অনুপাত হ্রাসকরণের লক্ষ্যে এ উপজেলায় অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মান ও শিক্ষকের পদসৃষ্টি করে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। বাস্তব চাহিদার আলোকে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (জাতীয়করণ বিদ্যালয় ব্যতিত) ১টি করে মোট ৪৬টি প্রাক-প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টি করে ৪৬ জন প্রাক-প্রাথমিক শিক্ষক ও ৪৬ টি দপ্তরি কাম প্রহরী পদ সৃষ্টি করে দপ্তরী কাম প্রহরী নিয়োগ প্রদান করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ০৫ টি নলকূপ স্থাপনসহ ১০ টি ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মধ্যে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। তাছাড়া, ঝরেপড়া রোধসহ প্রাথমিক শিক্ষা সমাপনের লক্ষ্যে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি এবং মায়ের দেয়া খাবারের মাধ্যমে মিড ডে মিল এর আওতায় আনা হয়েছে। প্রতিটি (৭৬টি) প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল, কাবদল ও ক্ষুদে ডাক্তারের টিম গঠন করা হয়েছে। বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP) বাস্তবায়নের জন্য বিদ্যালয় প্রতি বাৎসরিক ৫০ হাজার (২০১৮-১৯ অর্থবছর) টাকা করে বরাদ্দ প্রদান করা হচ্ছে। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ২০১২ সাল হতে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট পরিচালিত হয়ে আসছে। একই সাথে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিতভাবে আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয় ফুল ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

 

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা শিক্ষা অফিস রয়েছে । সিটি কর্পোরেশনের আওতায় প্রশাসনিক ইউনিটকে থানা বলা হয় যে জন্য সেখানে থানা শিক্ষা অফিস বলা হয় । উপজেলা/থানা শিক্ষা অফিসের কাজ একই । থানা/উপজেলা শিক্ষা অফিস হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রাধিন মাঠপর্যায়ের একটি দপ্তর।

 

অফিস কাঠামো:  প্রতিটি থানা/উপজেলা শিক্ষা অফিসে একজন থানা/উপজেলা শিক্ষা অফিসার থাকে যিনি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রতি ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে প্রতি থানা/উপজেলায় ৪-১৫জন পর্যন্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার থাকেন । তারা ২য় শ্রেনীর গেজেটেড কর্মকর্তা । একজন ইউডিএ এবং ২-৪জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর থাকেন যারা ৩য় শ্রেণির কর্মচারী । একজন ডাটা এন্ট্রি অপারেটরের পদ সম্প্রতি সৃষ্টি করা হয়েছে । সম্প্রতি হিসাব সহকারীর একটি পদ সৄষ্টি করা হয়েছে। একজন এমএলএসএস থাকে ।

 

অধিক্ষেত্র :

একটি উপজেলার সকল সরকারি, রেজিষ্টার্ড বেসরকারি ও কমিউনিটি   প্রাথমিক বিদ্যালয়ের এবং শিক্ষকদের সকল প্রকার কাজ থানা/উপজেলা শিক্ষা অফিস থেকে হয়ে থাকে । যেমন একই উপজেলা/থানার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলী, সকল প্রকার ছুটি, জিপিএফ লোন, বেতন সহ সকল প্রকার আর্থিক পাওনাদি, টাইমস্কেল, দক্ষতাসীমা অতিক্রম ইত্যাদি সকল কাজই বর্তমানে থানা/উপজেলা শিক্ষা অফিস হতে নিষ্পত্তি হয় । দু’একটি কাজ যেমন উপজেলা ডিপিসি কমিটির সুপারিশের প্রেক্ষিতে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতির আদেশ,  অবসরের আদেশ, জিপিএফ চুড়ান্ত উত্তোলন ইত্যাদি ক্ষেত্রে জেলায় প্রেরণ করতে হয় । পেনশনে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষকদের সার্ভিস বই উপজেলা/থানা শিক্ষা অফিসে সংরক্ষিত থাকে । পাওয়ার ডেলিগেট করার ফলে বর্তমানে শিক্ষকদের প্রায় সকল কাজই উপজেলা/থানা শিক্ষা অফিস হতেই সম্পন্ন হচ্ছে । রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলী নাই । তাদের বেতন উপজেলা/থানা শিক্ষা অফিস হতে দেয়া হয় । সকল প্রকার বিদ্যালয়ের নির্মান, সংস্কার/মেরামত ইত্যাদি উপজেলা/থানা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে উপজেলা/থানা এলজিইডি অফিসের মাধ্যমে এবং ক্ষুদ্র মেরামত বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাধ্যমে সম্পন্ন হয় । সকল প্রকার প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে কৃষি ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হয় । সকল প্রকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা উপজেলা/থানা শিক্ষা অফিসের মাধ্যমে সম্পন্ন হয় । বিদ্যালয় বিহীন গ্রামে নতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কার্যক্রম উপজেলা শিক্ষা অফিস হতে আরম্ভ হয় । উপজেলা/থানা শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং অফিস স্টাফদের এসিআর দেন এবং প্রধান শিক্ষকদের এসিআর এপ্রতিস্বাক্ষর করেন । অর্থাৎ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসাবে একটি উপজেলা/থানার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রায় সকল কার্যক্রমই উপজেলা/থানা শিক্ষা অফিসের মাধ্যমে পরিচালিত হয় এবং সকল কাজের জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসার দায়বদ্ধ থাকেন ।

 

অবস্থানঃ  ২১.৫৫ ও  ২২.২২ উত্তর অক্ষামাংশে এবং ৯২.০৮ ও ৯২.২০ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত

সীমানাঃ উত্তরে-  রাঙ্গামাটি  জেলার রাজস্থলী উপজেলা এবং চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলা

দক্ষিণে- বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলা

পূর্বে- বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা ও রোয়াংছড়ি উপজেলা

পশ্চিমে- চট্টগ্রাম জেলাধীন চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা অবস্থিত।

উপজেলার আয়তনঃ ৪৯৫.৩৫ বর্গকিলোমিটার (১২২৬০০.৬০একর) [সহকারী কমিশনার এর কার্যালয়, সদর এর ভূমি রেকর্ড অনুযায়ী]

সরকারি প্রাথমিক বিদ্যালয়: উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদালয় ৭৬টি। 

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: উপজেলায় মোট বেসরকারি সরকারি প্রাথমিক বিদালয় প্রায় ২১টি। 

উপবৃত্তি প্রকল্পভুক্ত প্রাথমিক বিদ্যালয়:  উপজেলায় মোট উপবৃত্তি প্রকল্পভুক্ত  সরকারি প্রাথমিক বিদালয় ৭৭টি।