ক্রঃ নং |
প্রদেয় সেবা |
সেবা গ্রহীতা |
সেবা প্রাপ্তির জন্য করণীয় |
সেবা প্রদানকারীর করণীয় |
কার্যসম্পাদনের সময়সীমা |
মমতব্য |
---|---|---|---|---|---|---|
|
বিনামূল্যে বই বিতরণ |
অভিভাবক শিক্ষার্থী |
নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে সমত্মানকে ভর্তি করতে হবে। |
উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের চাহিদা ও প্রাপ্যতানুযায়ী নির্ধারিত সময়ে বই বিতরণ নিশ্চিত করবেন। বিতরণের হিসাব নির্দিষ্ট রেজিষ্টারে অমত্মর্ভূক্ত সংরক্ষণ করবেন এবং এ সংক্রামত্ম একটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে প্রেরণ করবেন। |
ডিসেম্বরের শেষ সপ্তাহ |
|
|
এস.এম.সি. ও পিটিএ গঠন/পূনঃনঠন |
--- |
কেউ প্রার্থী হতে চাইলে তাকে সংশিস্নষ্ট স্কুলের প্রদান শিক্ষকের নিকট লিখিত আবেদন করতে হবে। |
নির্দেশনা ও নীতিমালা মোতাবেক কমিটি গঠন করতে হবে। |
কমিটির মেয়াদ শেষ হওয়ার ০৩ মাসের পূর্বে উদ্যোগ গ্রহণ করতে হবে। |
|
|
উপবৃত্তির তালিকা প্রণয়ণ |
--- |
নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে সন্তানকে ভর্তি করতে হবে। |
যথাযথ তালিকা তৈরী করে এ সংক্রামত্ম নীতিমালা অনুযায়ী উপবৃত্তি প্রদান করতে হবে। |
প্রতি বছর মার্চ মাসে। |
|
|
বি.এড. ও এম.এড সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণ অনুমতি প্রদান |
শিক্ষক/শিক্ষিকা |
৩১শে মার্চ তালিখের মধ্যে উপজেলা শিক্ষা অফিস বরাবর আবেদন করতে হবে। |
আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক জরুংব্যবস্থা গ্রহণ এবং তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে প্রেরণ করতে হবে। |
১৫ এপ্রিলের মধ্যে |
|
|
টাইমস্কেলের আবেদন |
ঐ |
যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩ বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে। |
ডিপিসি -এর সুপারিশসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ এবং আবেদনকারীকে তা অবহিত করতে হবে। |
৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে |
|
|
পদোন্নতি প্রদান |
ঐ |
করনীয় নাই |
ডিপিসি(উচঈ) এর সুপারিশনসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নিকট প্রেরণ এবং আবেদকারীকে অবহিত করতে হবে। |
পদ শূন্য হওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে |
|
|
দক্ষতাসীমার আবেদন নিষ্পত্তি |
শিক্ষক/শিক্ষিকা |
যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ০৩ বছরের এসি.আর. ও সার্ভিস বুক(হালনাগাদ) জমা দিতে হবে। |
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর বরাবরে আবেদন অগ্রায়ন এবং আবেদনকারীকে তা অবহিত করবেন। |
০৭ (সাত) কার্যদিবসের মধ্যে। |
|
|
এলপিআর/ ল্যাম্পগ্রান্ড সংক্রামত আবেদন নিষ্পত্তি |
ঐ |
নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে।
স্কুল ত্যাগের সনদ। ২) এলপিসি। ৩) প্রথম নিয়োগপত্র। ৪) চাকুরীর খতিয়ান বহি। ৫) ছুটি প্রাপ্তির সনদ। |
উপজেলা শিক্ষা অফিসার সংশিষ্ট আবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ প্রেরণ এবং আবেদনকারীকে তা অবহিত করবেন। |
দাখিল পরবর্তী ০৭ কার্যদিবস এর মধ্যে। |
|
|
পেনশন কেস /আবেদনের নিষ্পত্তি |
ঐ |
পেনশন নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:
পারিবারিক পেনশন নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:
|
আবেদন প্রাপ্তির ১৫(পনের) কার্যদিবসের মধ্যে সকল কাগজপত্র যাচাই পূর্বক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর বরাবরে প্রেরণ করতে হবে এবং সংশিলষ্ট আবেদনকারী কে তা অবহিত করতে হবে। |
দাখিলের ১৫(পনের) কার্যদিবসের মধ্যে। |
|
|
জিপিএফ থেকে ঋণ গ্রহণ সংক্রামত আবেদনের নিষ্পত্তি |
কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক/শিক্ষিকা |
নির্ধারিত ফরমে হালনাগাদ একাউন্ট স্লিপ সহ আবেদন করতে হবে। |
৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। |
০৭ (সাত) কার্যদিবস এর মধ্যে |
|
|
জিপিএফ থেকে চূড়ামত উত্তোলন সংক্রামত আবেদনের নিষ্পত্তি |
ঐ |
নিম্নোক্ত কাগজপত্র সহ আবেদন করতে হবে
|
-- |
ঐ |
|
|
গ্রহনির্মান ঋণ ও অনুরূপ আবেদন নিষ্পত্তি |
ঐ |
নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবেঃ
|
ঐ |
১০ (দশ) কার্যদিবসের মধ্যে |
|
|
পাসপোর্ট করণের অনুমতি দানের আবেদন নিষ্পত্তি |
ঐ |
নিধারিত ফরম পূরণ করে উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে আবেদন পত্র দাখিল করতে হবে। |
ঐ |
৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে |
|
|
বিদেশ ভ্রমণ/গমণ সংক্রামত আবেদন নিষ্পত্তি |
ঐ |
প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে লিখিত আবেদন করতে হবে। |
ঐ |
৭ (সাত) কার্যদিবসের মধ্যে |
|
|
উচ্চতর পরীক্ষায় অংশগ্রহণ অনুমতি প্রদান |
ঐ |
লিখিত আবেদন করতে হবে। |
ঐ |
০৩ (তিন) কার্যদিবসের মধ্যে |
|
|
নৈমিত্তিক ছুটি ব্যতীত বিভিন্ন প্রকার ছুটি সংক্রামত আবেদন নিষ্পত্তি |
কর্মকর্তা/কর্মচারীও শিক্ষক-শিক্ষিকা |
প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমেও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে উপজেলা শিক্ষা অফিসার এর দপ্তরে লিখিত আবেদন করতে হবে।
|
৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। |
ঐ |
|
|
শিক্ষকের বদলির আবেদন নিষ্পত্তি (উপজেলার মধ্যে) |
শিক্ষক/শিক্ষিকা |
উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে এসংক্রামত নীতিমালা অনুসারে আবেদন করতে হবে। |
প্রযোজ্য ক্ষেত্রে বদলির ব্যবস্থা গ্রহণ । কিমতু বিদ্যমান নীতিমালা অনুসারে তা সম্ভব না হলে সেটি আবেদনকারীকে অবহিত করতে হবে। |
৭ (সাত) কার্যদিবসের মধ্যে |
|
|
শিক্ষকের বদলির আবেদন নিষ্পত্তি (উপজেলার বাইরে) |
শিক্ষক/শিক্ষিকা |
নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে:
|
৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে |
ঐ |
|
|
বকেয়া বিল এর আবেদন নিষ্পত্তি |
কর্মকর্তা/কর্মচারী শিক্ষক/শিক্ষিকা |
প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা শিক্ষা অফিসার এর বরাবরে দাখিল উপস্থাপন করতে হবে। |
ঐ |
১৫ (পনের) কার্যদিবসের মধ্যে |
|
|
বার্ষিক গোপনীয় অনুবেদন/ প্রতিবেদন পূরণ/ লিখল |
ঐ |
৩১শে জানুয়ারীর মধ্যে যথাযথভাবে নির্ধারিত ফরম পূরণ করে উপজেলা শিক্ষা অফিসার এর নিকট উপস্থাপন করতে হবে। |
৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে পূরণকৃত ফরম অনুস্বাক্ষর করে প্রতি স্বাক্ষরকারী কর্মকর্তা/ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নিকট উপস্থাপন/প্রেরণ নিশ্চিত করবেন। |
২৮শে ফেব্রুয়ারী |
সংস্থাপন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনানুযায়ী |
|
তথ্য প্রদান/ সরবরাহ |
দায়িত্ববান যে কোন ব্যক্তি/ অভিভাবক/ ছাত্রছাত্রী |
অফিস প্রধানের নিকট পূর্ন নাম ঠিকানা সহ সুস্পষ্ট কারণ উল্লেখ করা লিখিত আবেদন/ দরখাস্ত করতে হবে |
৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে প্রদান যোগ্য তথ্য প্রদান/ সরবরাহ করতে হবে। তাবে নিজ এক্তিয়ারাধিন বিষয় না হলে যথাস্থানে আবেদন পরামর্শ প্রদান করতে হবে। |
সম্ভব হলে তাৎক্ষণিক না হলে সর্বোচ্চ ০২ কার্যদিবস |
|
|
প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সংক্রান্ত |
ছাত্র/ছাত্রী |
অত্র বান্দরবান সদর উপজেলার ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ১০০% সরকারী ভাবে উপবৃত্তি নির্ধারণ করা হয়েছে। |
|
|
|